higher mathematics, equation

higher mathematics ,equation,equation in two variables,equation in one variable,application of equation

                           উচ্চতর গণিত

    গাণিতিক সমস্যাঃ
$\sqrt{3}x^2-2\sqrt{2}x-2\sqrt{3}=0$ 
উত্তরঃ  $\sqrt{6}, \dfrac{-\sqrt{2}}{\sqrt{3}}$         
গাণিতিক সমস্যাঃ
$2 x^{2}+3 x y+y^{2}=20$
$5 x^{2}+4 y^{2}=41$
সমাধানঃ
$2 x^{2}+3 x y+y^{2}=20\cdots\cdots (i)$
$5 x^{2}+4 y^{2}=41\cdots\cdots\cdots (ii)$
মনে করি, $y=a x$
সুতরাং $(i)$ নং হতে পাই,
$ 2 x^{2}+3 a x^{2}+a^{2} x^{2}= 20 $
$ \Rightarrow \dfrac{2+3 a+a^{2}}{20}=\dfrac{1}{x^{2}}\cdots\cdots (iii)$
$5 x^{2}+4 a^{2} x^{2}=41$
$\Rightarrow \dfrac{5+4 a^{2}}{41}=\dfrac{1}{x^{2}}\cdots\cdots(iv)$
$(iii)$ ও $(iv)$ নং হতে পাই,
           $\dfrac{2+3 a+a^{2}}{20}=\dfrac{5+4 a^{2}}{41}$
$\Rightarrow 82+123 a+41 a^{2}=100+80 a^{2}$
$\Rightarrow 39 a^{2}-123 a+18=0$
$\Rightarrow 13 a^{2}-41 a+6=0 $
$\Rightarrow(13 a-2) \cdot(a-3)=0$
$\Rightarrow(13 a-2) \cdot(a-3)=0$
হয় $a=3 $ অথবা   $a=\dfrac{2}{13}$
$a=3$ হলে $ y=a x=3 x$
$(ii)\Rightarrow$
$5 x^{2}+4(3 x)^{2}=41$
$\Rightarrow x^{2}=1$
$\Rightarrow x=\pm 1 \Rightarrow y=\pm 3$
$a=\dfrac{2}{13}$ হলে $y=a x=\dfrac{2 x}{13}$
$(ii)\Rightarrow$
$5 x^{2}+4 \cdot\left(\dfrac{2 x}{13}\right)^{2}=41$
$\Rightarrow 861 x^{2}=41 \cdot 13^{2} \Rightarrow x=\pm \dfrac{13}{\sqrt{21}} $
$\Rightarrow y=\pm \dfrac{2}{\sqrt{21}}$

$(x, y)=\left\{\pm(1,3), \pm\left(\dfrac{13}{\sqrt{21}}, \dfrac{2}{\sqrt{21}}\right)\right\}$
বিকল্প সমাধানঃ
$(i)$ নং কে $4$ দ্বারা গুণ করে তা থেকে $(ii)$ নং কে বিয়োগ করিঃ

$\;\;\;\;\;\;8x^{2}+12x y+4y^{2}=80$
$\;\;\;\;\;\;5 x^{2}\;\;\;\;\;\;\;\;\;\;\;\;+4 y^{2}=41$
$\dfrac{-\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;\;-\;\;\;\;\;\;\;\;-}{\;\;\;\;\;3x^2+12xy\;\;\;\;\;\;\;\;\;=39}$
বা, $12xy=39-3x^2$
বা, $y=\dfrac{39-3x^2}{12x}$
$y$ এর মান $(ii)$ এ বসিয়ে পাই,




             সৃজনশীল প্রশ্ন-১:
একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 4মিটার বেশি এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি পরিসীমা অপেক্ষা 8 মিটার কম । 
(ক) $x, y$ চলকের মাধ্যমে সমীকরণ গঠন কর।
(খ) $x, y$ এর মান নির্ণয় কর।
(গ) ক্ষেত্রটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা $3$ মিটার বেশি ।অপর ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন-২:
$p=\sqrt{x^2+5x-6}$ এবং $q=\sqrt{x^2+5x-4}$
(ক) $p=0$ হলে $x$ এর মান নির্ণয় কর।
(খ) $2q=3x-2$ এর সমাধান করে মূলের প্রকৃতি লিখ ।
(গ) $p-q=2\sqrt{2}-\sqrt{10}$  এর বীজ নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন-৩:
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল $300$ বর্গমিটার এবং এর অর্ধপরিসীমা একটি কর্ণ অপেক্ষা $10$ মিটার বেশি।
(ক) $x$ ও $y$  চলকের মাধ্যমে দুটি সমীকরণ গঠন কর।
(খ) ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর ।
(গ) ক্ষেত্রটির $\dfrac{1}{3}$ অংশ আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণ থেকে $10$ মিটার কম হলে ২য় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর ।
 সৃজনশীল প্রশ্ন-৪:
$f(x)=x^2-6x+9$
(ক) $f(x)=0$ এর নিশ্চায়ক হতে মূলের প্রকৃতি লিখ।
(খ) $\sqrt{f(x)}+\sqrt{f(x)-3}=1$ এর সমাধান কর।
(গ) $f(x)=0$ এর লেখচিত্রের সাহায্যে সমাধান কর।
সৃজনশীল প্রশ্ন-৫:
$a=\dfrac{2x-3}{3x-2}$
(ক) $\sqrt{a}+2=1$ হলে $x$ এর মান নির্ণয় কর ।
(খ)$2\sqrt{a}=x$ হলে $x$ এর মান নির্ণয় করে মূলের প্রকৃতি লিখ।
(গ)$6\sqrt{a}+\dfrac{5}{\sqrt{a}}=\dfrac{29}{2}$ হলে  সমীকরণটির সমাধান কর।
(ঘ)$\sqrt{x}+\dfrac{2}{\sqrt{x}}=\dfrac{11}{3}$ হলে $a$ এর মান নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
সমাধান করঃ $x^y=y^x$ এবং $x^2=y^3$
উত্তরঃ $(x,y)=(1,1),\left(\dfrac{27}{8},\dfrac{9}{4}\right)$
গাণিতিক সমস্যাঃ
$\sqrt{6-\dfrac{6}{x^2}}+\sqrt{x^{2}-\dfrac{6}{x^{2}}}=x^{2}$
সমাধানঃ
$6-\dfrac{6}{x^2}+2\sqrt{6x^2-\dfrac{36}{x^2}-6+\dfrac{36}{x^4}}+x^2-\dfrac{6}{x^2}=x^4$  [বর্গ করে]

বা, $2\sqrt{\dfrac{6x^6-36x^2-6x^4+36}{x^4}}=x^4-6+\dfrac{6}{x^2}-x^2+\dfrac{6}{x^2}$

বা, $2\sqrt{\dfrac{6\left(x^6-6x^2-x^4+6\right)}{x^4}}=\dfrac{x^6-6x^2+12-x^4}{x^2}$

বা, $2\sqrt{6\left(x^6-x^4-6x^2+6\right)}=x^6-x^4-6x^2+6+6$
বা, $2\sqrt{6p}=p+6$      $\left[\text{Let} \; x^6-x^4-6x^2+6=p\right]$
বা, $\left(2\sqrt{6p}\right)^2=(p+6)^2$
বা, $4×6p=p^2+12p+36$
বা, $p^2-12p+36=0$
বা, $(p-6)^2=0$
বা, $p-6=0$
বা, $x^6-x^4-6x^2+6-6=0$
বা, $x^6-x^4-6x^2=0$
বা, $x^2\left(x^4-x^2-6\right)=0$
বা, $x^4-3x^2+2x^2-6=0$       $\left[\because x\ne 0\right]$
বা, $x^2\left(x^2-3\right)+2\left(x^2-3\right)=0$
বা, $\left(x^2-3\right)\left(x^2+2\right)=0$
$\therefore x=\pm \sqrt{3}$       $\left[\because x^2\ne -2\right]$
Question:
 
$\left(  1  +  x  \right)   \left(  2  +  x  \right)  -  \sqrt{ -  2 +  x  +  x  ^ { 2 }}  =  0 $      Ans: $-2,-3$

Question:

Solve:- $\dfrac{x+19}{x+10}=\left(\dfrac{2 x+33}{2 x+24}\right)^2$
Answer: $6$

Question: Find the minimum value of $x^2-6 x+10$ .

Answer:




$y =x^{2}-6 x+10 $ $=x^{2}-2 \cdot x \cdot 3+3^{2}+1 $ $=(x-3)^{2}+1$ For minimurn value $ x-3=0 $ $\Rightarrow x=3 $ $\therefore y=0+1=1$ So the minimum value of the expression
at point $(3,1)$ which is shown on the graph. At $x=3$ , $y_{min.}=1$
Question:

Find the maximum value of $4-4 x-4 x^2$.

Solution:





$y=4-4 x-4 x^{2} $
$=-4 x^{2}-4 x+4 $
$=-4 x^{2}-4 x-1+1+4 $
$=-\left(4 x^{2}+4 x+1\right)+5 $
$=-(2 x+1)^{2}+5 $
For maximum value, $2 x+1=0$ $\Rightarrow x=-\dfrac{1}{2} $
$ \therefore y=5 $
So the maximum value of the expression
at point $\left(-\dfrac{1}{2},5\right)$ which is shown on the graph. At $x=-\dfrac{1}{2}$ , $y_{max.}=5$




                            বহুনির্বাচনী প্রশ্নঃ
১.$2^{x-4}=4a^{x-6}$ এর সমাধান $x=6$ হওয়ার শর্ত –
(ক) $a<0,a≠2$                 (খ) $a>0,a=2$  
(গ) $a<0,a=2$                  (ঘ) $a>0,a≠2$
২.$\sqrt{x^2-5}+5=3$ এর সমাধান সেট –
   (ক) ${3}$      (খ) ${-3}$      (গ) ${-3,3}$      (ঘ) $\left\{ \right\}$
৩.$x^2-2x-2=0$ এর নিশ্চায়ক কত?
   (ক) $12$         (খ) $6$       (গ) $24$        (ঘ) $18$
৪.কোন সমীকরণের নিশ্চায়ক ঋণাত্মক হলে মূলদ্বয় –
  (ক) বাস্তব   (খ) অসমান   (গ) অমূলদ    (ঘ)অবাস্তব
৫.$a^x=a^y\Leftrightarrow x=y $ হবে কোন শর্তে ?
 (ক)$a>0,a=1$             (খ) $a>0,a≠1$ 
(গ) $a<0,a=1$              (ঘ) $a<0,a≠1$ 
৬. $4096$ কে $2\sqrt{2}$ এর সূচকে প্রকাশ করলে ঘাত কত হবে?
  (ক) $4$     (খ) $6$      (গ) $8$      (ঘ) $12$
৫. একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়র দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা
$\mathrm {8} $ মিটার বেশি । ক্ষেত্রটির ক্ষেত্রফল $\mathrm {48} $
(ক) দুটি সমীকরনের মাধ্যামে তথ্যগুলো বপ্রকাশ কর ।
(খ) বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর ।
(গ) সমান ক্ষেত্রফলবিশীষ্ট অপর বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা
$\mathrm {15} $ মিটার বেশি হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় কর ।
১. এবটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা
$\mathrm {8} $ মিটার বেশি । ক্ষত্রটির ক্সেত্রফল $\mathrm {48} $ বর্গমিটার ।
(ক) তথ্যগুলো দুটি সমীকরনের সাহায্যে প্রকাশ কর ।
(খ)ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর ।
(গ)সমান ক্ষেত্রফল বিশীষ্ট অপর বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা
$\mathrm {15} $ মিটার বেশি হলে ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় কর ।
২. $\mathrm {x^2+x-20=0 , 2^{2x}-3\cdot 2^{x+2}=-32} $
(ক) প্রথম সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় কর ।
(খ) ২য় সমীকরণের সমাধান কর।
(গ) ১ম সমীকরনর লেখচিত্র অঙ্ককন করে সমাধান কর এবং
ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর ।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url