Posts

Showing posts from December, 2020

chemistry, chemical bond

  যোজ্যতা ইলেকট্রন : কোন মৌলের পরমাণুর সর্ববহিস্ত স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে । যেমন :$Al(13)→1s^2 2s^2 2p^6 3s^2 3p^1$ এখানে  $Al$    এর সর্বশেষ স্তরে ( ৩য় শক্তি স্তরে ) ইলেকট্রন সংখ্যা $3$  টি , তাই   এর যোজ্যতা ইলেকট্রন $3$ আবার   $P(15)→1s^2 2s^2 2p^6 3s^2 3p^3 3d^0$ এখানে $5$ এর বহিস্ত স্তরে ( ৩য় শক্তি স্তরে ) ইলেকট্রন সংখ্যা $5$  টি তাই এর যোজ্যতা ইলেকট্রন $5$ যোজনী : কোন মৌলের পরমাণু যৌগ গঠনের সময় যে কয়টি ইলেকট্রন গ্রহণ-বর্জন বা শেয়ার করে তার সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে । দ্রষ্টব্য : (ক) সাধারণত ধাতুর ক্ষেত্রে তার বহিঃস্থ স্তরের ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনই তার যোজনী । যেমন : $Al$  এর বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা $3$ , তাই এর যোজনী $3$. (খ) অধাতুর ক্ষেত্রে স্বাভাবিক বা উত্তেজিত অবস্থায় বহিঃস্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী প্রকাশ করে । যেমন : স্বাভাবিক অবস্থায়  $P(15)→1s^2 2s^2 2p^6 3s^2 3p_x^1 3p_y^1 3p_z^1 3d^0$ এর বহিঃস্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা $3$ , তাই এর যোজনী $3$. আবার উত্তেজিত...