Posts

Showing posts from January, 2021

chemistry, chemical reaction

Image
ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার । যথাঃ  ১.জারণ-বিজারণ ( reduction and oxidation =redox) ২. নন-রেডক্স (non-redox) জারণ-বিজারণঃ       যে বিক্রিয়ায় বিক্রিয়কসমুহের মধ্যে   ইলেকট্রনের  আদান-প্রদান ঘটে  তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে একে দুই ভাগে ভাগ করা হয় । জারণ বিক্রিয়া :           যে বিক্রিয়ায় কোন বিক্রিয়ক ইলেকট্রন প্রদান করে তাকে জারণ বিক্রিয়া বলে। বিজারণ বিক্রিয়া :           যে বিক্রিয়ায় কোন বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে । জারক:          যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে ।সাধারণত অধাতু (কার্বন ও হাইড্রোজেন বাদে ) এবং ক্যাটায়নসমূহ জারক হিসেবে আচরণ করতে পারে । যেমনঃ $\mathrm{Cl-e^-+\longrightarrow Cl^-}$  [বিজারণ  বিক্রিয়া] এখানে $\text{Cl}$ ইলেকট্রন গ্রহণ করায় $\text{Cl}$ জারক যা অন্য কোনো মৌল বা যৌগকে জারিত করে । বিজারক:        যে বিক্রিয়ক ইলেকট্রন প্রদান করে তাকে বিজারক বলে ।সাধারণ...