chemistry,states of matter

সৃজনশীল প্রশ্নঃ $\mathrm{C_{12}H_{22}O_{11},\;CO_2 ,NaCl,OF_2}$, $\mathrm{KMnO_4,NH_3 ,C_6H_{12}O_6 ,I_2}$ (ক) উর্ধ্ব পাতন কাকে বলে? (খ) শেষোক্ত যৌগটির বাষ্পীভবনের লেখচিত্র আক । (গ) স্বাদ ও বর্ণ পরিবর্তনের মাধ্যমে যেসব যৌগের ব্যাপন হার ব্যাখ্যা করা যায় তাদের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব লিখ। (ঘ) গ্যাসীয় পদার্থগুলোর ব্যাপন হার তুলনা কর সৃজনশীল প্রশ্নঃ (ক) স্ফুটনাঙ্ক কাকে বলে। (খ) সাধারণত নিঃসরণের পরে ব্যাপন ঘটে-ব্যাখ্যা কর। (গ) A থেকে E পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সাথে পদার্থটির অবস্থার পরিবর্তন ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকের আলোকে শীতলীকরণের লেখচিত্র অঙ্কন করে তাপমাত্রার সাথে আন্তঃআনবিক শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর। সৃজনশীল প্রশ্নঃ (ক) নিশাদলের সংকেত লিখ? (খ) একই পরিমাণ বরফ ও পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? (গ) লেখচিত্র দুটির আলোকে তাপমাত্রার সাথে পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা কর। (ঘ) ১ম চিত্রের বাষ্পীভবনের এবং ২য় চিত্রের শীতলীকরণের লেখচিত্র অঙ্কন করে তাপমাত্রার সাথে আন্তঃআনবিক শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর। স...