physics, current electricity and circuit

তড়িৎ প্রবাহ: পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা প্রবাহমাত্রা বলে। ব্যাখ্যা: কোন পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে $t$ সময়ে প্রবাহিত আধান $Q$ সুতরাং একক সময়ে প্রবাহিত আধান $=\dfrac{Q}{t}$ অতএব সংজ্ঞানুসারে প্রবাহমাত্রা ,$I=\dfrac{Q}{t}$ প্রবাহ মাত্রার একক: আমরা জানি, তড়িৎ প্রবাহ$I=\dfrac{Q}{t}$, চার্জ $Q$ এর একক কুলম্বা(C) এবং সময় $t$ এর একক সেকেন্ডে' । সুতরাং তড়িৎপ্রবাহের একক $=\dfrac{1C}{1s}$ $=1Cs^{-1}$ অ্যাম্পিয়ারের সংজ্ঞা: পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে $1$ সেকেন্ডে $1$ কুলস্ব আধান বা চার্জ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার $(1A)$ বলে। ...