Posts

Showing posts from February, 2021

physics, current electricity and circuit

Image
  তড়িৎ প্রবাহ: পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা প্রবাহমাত্রা বলে। ব্যাখ্যা: কোন পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে         $t$ সময়ে প্রবাহিত আধান $Q$ সুতরাং একক সময়ে প্রবাহিত আধান $=\dfrac{Q}{t}$ অতএব সংজ্ঞানুসারে প্রবাহমাত্রা ,$I=\dfrac{Q}{t}$ প্রবাহ মাত্রার একক: আমরা জানি, তড়িৎ প্রবাহ$I=\dfrac{Q}{t}$, চার্জ $Q$ এর একক কুলম্বা(C) এবং সময় $t$ এর একক সেকেন্ডে' । সুতরাং তড়িৎপ্রবাহের একক $=\dfrac{1C}{1s}$                                              $=1Cs^{-1}$ অ্যাম্পিয়ারের সংজ্ঞা: পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে $1$ সেকেন্ডে  $1$ কুলস্ব  আধান বা চার্জ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার $(1A)$ বলে।                              ...

physics,reflection of light

Image
দর্পণ: যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্শন বলে। দর্পণের প্রকারভেদ: দর্পণ দুই প্রকার।যথা- (ক) সমতল দর্পণ  (খ) গোলীয় দর্পণ সমতল দর্পণ: কোন দর্পণের পৃষ্ঠ যদি সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। প্রশ্ন: সমতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ কর যে, দর্পণ থেকে বস্তুর দুরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। প্রমাণ: $A$ বিন্দু থেকে $XY$ দর্পণে $AB$ অভিলম্ব বরাবর অপতিত আলোক রশ্মি $BA$ বরাবর প্রতিফলিত হয়।$A$ বিন্দু থেকে $AC$ বরাবর আপতিত আলোক $CN$ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই একই কোণে প্রতিফলনের সূত্রানুসারে $CD$ পথে প্রতিফলিত হয়। সুতরাং $\angle{ACN}=\angle{DCN}$   অর্থাৎ $\theta{_i}=\theta{_r}$ এখন প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে $A'$ বিন্দুতে $A$ এর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। $\angle{ACN}=\angle{CAB}=\theta{_i}$   [একান্তর কোণ] $\angle{NCD}=\angle{CA'B}=\theta{_r}$ [অনুরূপ কোণ] যেহেতু $\theta{_i}=\theta{_r}$ $\therefore \angle{CAB}=\angle{CA'B}\cdots(i)$ $\triangle{ABC}$ ও $\triangle{A'BC}$ এর $\angle{CAB}=\angle{CA'B}$  ...