static electricity, physics

চার্জ: মৌলিক কণার বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। যেমন: ইলেকট্রন একটি মৌলিক কণা যার বৈশিষ্ট্যমূলক ধর্ম $-1.6\times 10^{-19}\mathrm{C}$ চার্জ। প্রোটনের চার্জ $+1.6\times 10^{-19}\mathrm{C}$ নিউট্রনের চার্জ $0\mathrm{C}$ স্থির বিদ্যুৎ: দুটি বস্তু বা একটি তলের বিভিন্ন অংশে চার্জের ভারসাম্যহীনতাকে স্থির বিদ্যুৎ বলে। ইলেকট্রন আসক্তি: দুটি বস্তুর মধ্যে ইলেকট্রন আকর্ষণ করার তুলনামূলক প্রবণতাকে ইলেকট্রন আসক্তি বলে। দ্রষ্টব্য: প্রত্যেক পদার্থের ইলেকট্রন আসক্তি রয়েছে ।তবে গঠনগত কারণে বিভিন্ন পদার্থেের ইলেকট্রন আসক্তি ভিন্ন হয়। একারণে কোন পদার্থ ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জগ্রস্থ হয় এবং অপর পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ ঋণাত্মক চার্জ গ্রস্থ হয়। যেমন: $(i)$ কাঁচের দন্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে কাঁচ দন্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে আসে। ফলে কাঁচদন্ড ধনাত্মক চার্জগ্রস্থ হয়। এখানে কাঁচের ইলেকট্রন আসক্তি সিল্কের কাপড়ের চেয়ে কম। $(ii)$ প্লাস্টিক কে ফ্লানেল বা পশমি কাপড় দ্বারা ঘষলে প্লাস্টিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জগ্রস্থ হয়।এখানে প্লাস্টিকের ইলেকট...