পূর্ণসংখ্যা: শূণ্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে। পূর্ণসংখ্যাকে জার্মান ভাষায় "$zahlen$" বলা হয়।পূর্ণসংখ্যার সেট নিম্নরূপ: $\mathbb{Z}=\{\ldots ,-3,-2,-1,0,1,2,3,\ldots\}$ মূলদ সংখ্যা: যেসকল সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যা অনুপাতে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যার সেট, $Q=\{\dfrac{p}{q}:p,q\in \mathbb{Z},q\ne 0\}$ যেমনঃ $\dfrac{-3}{2}=-1.5=$মূলদ সংখ্যা।কারণ সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এবং সসীম দশমিক ভগ্নাংশ । আবার, $\dfrac{10}{3}=3.333\cdots=3.\dot3=$মূলদ সংখ্যা।কারণ সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এবং অসীম আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ । কিন্তু $\dfrac{\sqrt{3}}{2}=0.866025\cdots=$ মূলদ সংখ্যা নয়।কারণ সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত নয় এবং অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ । সুতরাং সসীম দশমিক বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা এবং অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা । মৌলিক সংখ্যাঃ যে সকল সংখ্যার কেবল মাত্র দুটি উৎপাদক রয়েছে তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন:$1=1×1$ যা মৌলিক নয় ।কারণ $1$ এর কেবলমাত্র একটি উৎপাদক...